আফগানিস্তান ইস্যু; জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৫ বিকাল | অনলাইন সংস্করণ
|
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু। শুক্রবার আলোচিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর ডেইলি সাবাহর।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুসগ্লু জানান, জাতিসংঘ প্রধানের সঙ্গে বৈঠকে সাইপ্রাস, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া এবং জলবায়ু পরিবতর্নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়ে এর বেশি কোনো তথ্য দেননি চাভুসগ্লু।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের বিভিন্ন কাজে সহযোগিতা করে যাবে তুরস্ক। চাভুসগ্লু শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনি লক্ষ্মণ পেইরিসের সঙ্গেও বৈঠক করেছেন।
টুইটারে তিনি জানান, ‘ভৌগলিক দূরত্ব থাকা সত্ত্বেও আমরা আমাদের সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’
রাজনীতি/জেএম
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭