ইভ্যালি ও ই-অরেঞ্জে প্রতারিত গ্রাহকদের টাকা সরকার দেবে: রুমিন ফারহানা
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৭ দুপুর | অনলাইন সংস্করণ
সরকারকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ও ই-অরেঞ্জের কারণে প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে বলে দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফরাহানা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। সরকারের গাফিলতির কারণে মানুষ প্রতারিত হয়েছে দাবি করে তিনি বলেন, সরকারকে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। পরে সরকার সেসব প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করবে। রুমিন ফারহানা বলেন, ব্যবসার শুরুতে প্রতিষ্ঠান দুটি অর্ধেক দামে পণ্য বিক্রির অফার দিয়েছিল। তখনই বোঝা গিয়েছিল তারা প্রতারণা করবে। এখন হাজার কোটি টাকা নিয়ে তারা আর পণ্য দিচ্ছে না। শুধু মানুষকে দোষ দিলে হবে না। প্রতিষ্ঠানগুলো গোপনে ব্যবসা করেনি। সরকারের ঘাড়ে দায় চাপিয়ে তিনি বলেন, যে পরিমাণ বিজ্ঞাপন দিয়ে তারা ব্যবসা করেছে, তাতে সরকারের নীতিনির্ধারকদের এটি না জানার কথা নয়। তারা ক্রিকেট দলের স্পন্সরও হয়েছিল। অন্য সবকিছু বাদ দিলেও প্রতিযোগিতা আইন অনুযায়ী এ ধরনের ব্যবসা চলতে পারে না। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। রাজনীতি/চাস

প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭