শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

৪ উইকেটে হারিয়ে দিন শেষ করল বাংলাদেশ
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ০১ এপ্রিল ২০২২, ০৯:৪০ রাত | অনলাইন সংস্করণ

টেস্টে দিনের শেষ বেলায় উইকেট হারানোর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এ সময় খুব সাবধানে খেলতে হয়। কিন্তু ডারবান টেস্টে বাংলাদেশ আজ শেষ বেলার ফাঁদেই পড়ে গেল। নিজেদের প্রথম ইনিংসে ৯৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।

খোয়াতে হয়েছে ৪টি উইকেট। দিনের আলো কমে আসায় যেন হাঁফ ছেড়ে বাঁচেন বাংলাদেশের ব্যাটাররা।  সিরিজের প্রথম টেস্টে টাইগাররা এখন স্পষ্টতই ব্যাকফুটে।

 যদিও প্রথম ইনিংসে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় সুযোগ পেয়ে সাদমান হোসেন সেটা কাজে লাগাতে পারেননি। আউট হয়েছেন মাত্র ৯ রান করে। দলীয় ২৪ রানে সিমন হার্মারের বলে তিনি বোল্ড হয়ে ফিরেন। এরপর মাহমুদুল হাসানের সঙ্গে ১৬০ বলে ৫৫ রানের দারুণ জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। দিনের সাত ওভারের মতো বাকি থাকতে সেই সিমন হার্মারের দ্বিতীয় শিকার হন ৩৮ রান করে। এই ডানহাতি অফ স্পিনারের ফিরতি ওভারেই ডাক মেরে ফিরেন অধিনায়ক মুমিনুল হক।

উইকেটে আসেন মুশফিক। ১ রান করতেই তার বিপক্ষে ক্যাচ আউটের আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে জিতে যান মুশফিক। বল তার ব্যাট-প্যাড কোনোটাই স্পর্শ করেনি। তারপরও ইনিংস বড় করতে পারেননি মুশফিক। ব্যক্তিগত ৭ রানে সেই হার্মারের বলেই কিপারের গ্লাভসে ক্যাচ দেন। বল তার গ্লাভস ছুঁয়ে গিয়েছিল।   দিনের বাকি ১ ওভার শেষ করতে উইকেটে পাঠানো হয় তাসকিন আহমেদকে। অবশেষে ৪ উইকেটে ৯৮ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। মাহমুদুল ৪৪* আর তাসকিন ০* রানে অপরাজিত আছেন। চারটি উইকেটই নিয়েছেন সিমন হার্মার।

এর আগে ৩৬৭ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়। ৪ উইকেটে ২৩৩ রান তুলে প্রথম দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ৫৩* আর কাইল ভেরাইনা ২৭* রানে অপরাজিত ছিলেন। আজ দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। কাইল ভেরেইনাকে (২৮) লেগ বিফোরের ফাঁদে ফেলে টেম্বা বাভুমার সঙ্গে ৬৫ রানের জুটি ভাঙেন। পরের বলে নতুন ব্যাটার ভিয়ানমুল্ডারের (০) তুলে দেওয়া ক্যাচ স্লিপে দুর্দান্তভাবে তালুবন্দি করেন মাহমুদুল হাসান। সেঞ্চুরির দ্বারপ্রান্ত থেকে টেম্বা বাভুমাকে ফেরান মেহেদি মিরাজ।

এই তরুণ স্পিনারের বলে বোল্ড হয়ে শেষ হয়ে বাভুমার ১৯০ বলে ১২ চারে ৯৩ রানের ইনিংস। এরপর কেশব মহারাজ ফিরেন ১৯ রানে। ১৯৮ রানে ৮ উইকেট পতনের পর লেজের দাপটে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৬৭ পর্যন্ত যায়। খালেদ আহমেদ ২৫ ওভারে ৯২ রান দিয়ে ৪টি আর মিরাজ ৪০ ওভারে ৯৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ৮৬ রানে ২টি নিয়েছেন এবাদত। তবে ২৩ ওভারে ৬৯ রান দিলেও তাসকিন উইকেটশূন্য।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ