২ কেজি ১০০ গ্রাম স্বর্ণ পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ৩ জনকে আটক
নিউজ ডেস্ক:
|
ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার মালিপুতা এলাকা থেকে স্বর্ণের এ চালান আটক করা হয়। যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালি বিজিবি পোস্টে নজরদারি বাড়ানো হয়। এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করতে সংকেত দেওয়া হয়। এরপরও না থামায় ধাওয়া করলে বেনাপোল সীমান্তের মালিপুতা এলাকায় মোটরসাইকেল ফেলে এক ব্যক্তি পালিয়ে যান। মোটরসাইকেল তল্লাশি করে হেডলাইটের কেসিংয়ের ভেতর বিশেষ কায়দায় রাখা ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা। মোটরসাইকেলটি জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ও মোটর সাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন বলেও জানান বিজিবির এ কর্মকর্তা। এদিকে একই দিন রাতে ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে এক কেজি ৬০ গ্রাম ওজনের বড় একটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করে বিজিবি। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটকরা হলেন- বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল সর্দারের ছেলে আশা (২৮) ও একই এলাকার নামাজ গ্রামের মৃত কালাম উদ্দিনের ছেলে সোহানুর রহমান বিশাল (২৭)। খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের মসজিদ বাড়ি বিজিবি পোস্টে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার গতিরোধ করা হয়। এ সময় প্রাইভেট কারটি তল্লাশি চালিয়ে পেছন লুকিয়ে রাখা এক কেজি ৬০ গ্রাম ওজনের একটি বড় স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৮২ লাখ ৬৮ হাজার টাকা। এ সময় প্রাইভেট কারসহ আশা ও সোহানুর রহমান বিশাল নামে দুজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |