হায়দরাবাদকে বিদায় করে প্লে-অফের আশা টিকিয়ে রেখেছে পাঞ্জাব
নিউজ ডেস্ক:
|
আইপিএলের চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। বাঁচা-মরার ম্যাচে শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের করা ১২৫ রানের জবাবে ২০ ওভারে ৭ উইকেটে হায়দরাবাদ করে ১২০ রান। ৫ রানের দারুণ এক জয়ে প্লে-অফের আশা টিকিয়ে রেখেছে পাঞ্জাব। আমিরাত পর্বে এই প্রথম কোনো দল মাত্র ১২৫ রান করেও জয় পেলো।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ৬০ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। একে একে বিদায় নেন ডেভিড ওয়ার্নার (২), কেন উইলিয়ামসন (১), মানিশ পান্ডে (১৩), কেদার যাদব (১২) ও আব্দুল সামাদ (১)। সেখান থেকে জয়ের আশা জাগান ঋদ্ধিমান সাহা ও জ্যাসন হোল্ডার। তারা ৩০ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ১৬ ওভারে নিয়ে যান ৯২ তে। জয়ের বন্দর থেকে হায়রদাবাদ তখন ৩৩ রান দূরে। কিন্তু এ সময় সাহা রান আউট হলে জয়ের বন্দর থেকে সরে যেতে থাকে অরেঞ্জ আর্মিরা। যদিও জ্যাসন হোল্ডার ঝড় তুলেছিলেন। কিন্তু সেটা দলকে জেতানোর জন্য যথেষ্ট হয়নি। তিনি ২৯ বলে ৫ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন। অস্তিত্ব রক্ষার ম্যাচে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রানের বেশি করতে পারেনি হায়দরাবাদ।
বল হাতে পাঞ্জাব কিংসের রবি বিষ্ণোই ৩টি ও মোহাম্মদ শামি ২টি উইকেট নেন।
১০ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব উঠে এসেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে ৯ ম্যাচ থেকে হায়দরাবাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। যথারীতি তারা আছে পয়েন্ট টেবিলের তলানিতে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |