শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

হামলায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবেঃ জেলেনস্কি
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর ২০২২, ০২:৪০ রাত | অনলাইন সংস্করণ
হামলায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবেঃ জেলেনস্কি

ছবি । সংগৃহীত

ইউক্রেনের অধিকৃত জাপোরিঝিয়ায় শনিবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে ১৭ জন নিহত হয়েছেন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি৷ 

তিনি হুশিয়ারি দিয়েছেন যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে বিচারের মুখোমুখি করা হবে। 

এ ব্যাপারে ফেসবুক পোস্টে জেলেনস্কি বলেছেন, আবারও জাপোরিঝিয়া। মধ্যরাতে শান্তিপ্রিয় বেসামরিক মানুষের বাড়ির ওপর নির্দয় হামলা৷ পুরোপুরি হীন, বর্বর জঙ্গি কার্যক্রম। যারা এ হামলার নির্দেশ দিয়েছে এবং যারা এটি সম্পাদন করেছে তাদের সবাইকে এর দায় নিতে হবে৷ অবশ্যই মানুষ ও বিচারের মুখোমুখি করা হবে তাদের৷ 

এদিকে জাপোরিঝিয়ায় এ হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদের যেন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়৷ 

টুইটে কুলেবা লিখেছেন, জাপোরিঝিয়ায় রাশিয়া তাদের মিসাইল সন্ত্রাস অব্যাহত রেখেছে। রাতব্যাপী ১২টি ভবনে হামলা হয়েছে৷ ১২জন নিহত হয়েছেন। নিরীহ বেসামরিকদের বাঁচাতে আমাদের জরুরিভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত আপনারা এগুলো দিন৷ 

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন দখলকৃত অঞ্চল থেকে জাপোরিঝিয়ায় ৬টি মিসাইল ছুড়েছে রাশিয়া। 

 

নিউজ সূত্রঃ আল জাজিরা, দ্য গার্ডিয়ান

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ