শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

লাখো মানুষকে ‘মর না হয় মারো’ পরিস্থিতি’র মধ্যে ঠেলে দিয়েছে রাশিয়াঃ জেলেনস্কি
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৩ রাত | অনলাইন সংস্করণ
লাখো মানুষকে ‘মর না হয় মারো’ পরিস্থিতি’র মধ্যে ঠেলে দিয়েছে রাশিয়াঃ জেলেনস্কি

ছবি । সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলকৃত চার অঞ্চলে যে ভোট হয়েছে আন্তর্জাতিক আইন অনুসারে তা অবৈধ।

মঙ্গলবার হার্ভাড ইউনিভার্সিটেতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে জেলেনস্কি এই মন্তব্য করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মস্কো চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করার পরিকল্পনা করছে। এটা করে অঞ্চলগুলোর জনগণকে তারা সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করবে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সম্প্রসারণের লক্ষ্য স্পষ্ট।  দখলদাররা দখলকৃত অঞ্চলে বসবাসকারীদের জোরপূর্বক তাদের সেনাবাহিনীতে নিতে চায়। তিনি বলেন, দখলকৃত লাখো ইউক্রেনীয়কে তারা ‘মর না হয় মারো’ অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে পৃথক এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের অঞ্চল রুশ ফেডারেশনে যুক্তের অর্থ হবে–রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার অবশিষ্ট কিছু না থাকা।

 

নিউজ সূত্রঃ  সিএনএন

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ