শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

রোনালদোকে সতর্ক করে দিয়েছে পুলিশ
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট ২০২২, ১২:২৬ রাত | অনলাইন সংস্করণ

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে এক দর্শকের ফোন আছাড় মেরে ভেঙে ফেলার ঘটনার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে সতর্ক করে দিয়েছে পুলিশ। বিতর্কিত ঘটনাটির আনুষ্ঠানিক সমাপ্তিও ঘটল এর মধ্য দিয়ে।

গত এপ্রিলে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টা ইউনাইডের হেরে যাওয়ার ম্যাচের পর ওই কাণ্ড ঘটান রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, পায়ে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বের হয়ে টানেলে ঢোকার ঠিক আগে হাত বাড়িয়ে কিছু একটায় সজোরে চাপড় দেন রোনালদো। জানা যায়, এক দর্শকের ফোনে আঘাত করেন তিনি, ফোনটি আছড়ে পড়ে মাটিতে।

পরে আরও জানা যায়, ওই ফোন ১৪ বছর বয়সী এক দর্শকের। ছেলেটির মা জানান, তার ছেলে হতে আঘাত পেয়েছে এবং ফোনের স্ক্রিন ভেঙে গেছে। রোনালদো পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে ওই দর্শককে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ দেখার আমন্ত্রণ জানান। সেই ঘটনার পুলিশি তদন্ত চলছিল। বুধবার (১৭ আগস্ট) বিবৃতি দিয়ে পুলিশ জানায়, তাদের দিক থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য রোনালদোকে ডেকে পাঠায় পুলিশ। তখনই ৩৭ বছরের রোনালদোকে সতর্ক করে পুলিশ। এই বিষয়টি এখানেই শেষ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আবার এমন ঘটনা ঘটালে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে রোনালদোর বিরুদ্ধে। রোনালদোর কাছে আরও সংযত এবং পরিণত আচরণ আশা করেন তদন্তকারীরা।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ