মুরালি-নারিন নয়, আমি সর্বকালের সেরা স্পিনারঃ গেইল
নিউজ ডেস্ক:
|
ক্রিকেটবিশ্বের বিধ্বংসী ব্যাটারের নাম খুঁজতে গেলেই উঠে আসে ক্যারিবিয়ান দানব খ্যাত ক্রিকেস গেইলের কথা। কিন্তু নিজেকে শুধুই ব্যাটার মানতে নারাজ তিনি। মুরালি কিংবা নারিন নয়, বরং এবার নিজেকে সর্বকালের সেরা স্পিনার বলে আখ্যা দিলেন ৪৩ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস গেইল বলেন, ‘আপনি জানেন কি? আমার বোলিং সহজাত। মুত্তিয়া মুরালিধরন আমার সঙ্গে পেরে উঠবে না। আমার ইকোনমি অনেক ভালো। এমনকি সুনিল নারিনও বোলিংয়ে আমার সঙ্গে পারবে না।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের পর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাচ্ছে না গেইলকে। তবে এখনও অবসরে যাননি তিনি। তার এখনও অপেক্ষা করছেন জাতীয় দলের হয়ে খেলার জন্য। আর নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটিতে’খেলবেন তিনি। উল্লেখ্য, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত ১৪৫৬২ রান করেছেন গেইল। আর ৪৬৩ টি-টোয়েন্টি খেলে ৭.৬২ ইকোনমি রেটে ৮৩ উইকেট নিয়েছেন।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |