মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হলেন বাউচার
নিউজ ডেস্ক:
|
আইপিএলের ২০২৩ সালের আসর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ব্যাটার ও বর্তমান কোচ মার্ক বাউচার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্ব ছাড়বেন বাউচার। এরপর আইপিএলের দায়িত্ব নেবেন তিনি। সাবেক হেড কোচ মাহেলা জয়াবর্ধনেকে তার পদ থেকে সরিয়ে ‘গ্লোবাল হেড অব পারফরম্যান্স’ হিসেবে দায়িত্ব দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স মালিকপক্ষ। ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণের জন্যই বাউচারকে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো। এছাড়া এমআই কেপটাউনেরও হেড কোচ বাউচার। নতুন দায়িত্বে এমআই এর অধীনে থাকা আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স, জানুয়ারিতে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকান লিগের এমআই কেপটাউন ও আরব আমিরাতের নতুন লিগে এমআই এমিরেটস দলের কোচিং প্যানেল ও খেলোয়াড় বাছাইয়ের কাজ করবেন লঙ্কান কিংবদন্তি জয়াবর্ধনে। ২০১৭ থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন জয়াবর্ধনে। তার অধীনে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলের সফলতম দলটি। এখন তারা বৈশ্বিকভাবে নিজেদের বিচরণ বাড়াতে চাচ্ছে। সে লক্ষ্যে এরই মধ্যে আমিরাত ও আফ্রিকার লিগে দল কিনেছে তারা।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |