শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

বড় ও ছোট কাটারা রক্ষায় সব কিছু করা হবেঃ মেয়র তাপস
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৫০ রাত | অনলাইন সংস্করণ
বড় ও ছোট কাটারা রক্ষায় সব কিছু করা হবেঃ  মেয়র তাপস

ছবি । সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, দেশের প্রাচীনতম ঐতিহ্যের নিদর্শন পুরান ঢাকার বড় কাটারা ও ছোট কাটারা এখন শুধুই নাম আর ইতিহাসের পাতায় আছে। দখল হতে হতে এখন এ ঐতিহ্যের নিদর্শনগুলো খুঁজে পাওয়া দায়। যতটুকু অবশিষ্ট আছে তা যেন আর দখলদাররা দখল না করতে পারে সে জন্য যা করা প্রয়োজন তাই করা হবে।

বুধবার (১৪ই সেপ্টেম্বর)  দুপুরে পুরার ঢাকার লালবাগে অবস্থিত বড় কাটারা ও ছোট কাটারা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মোগল আমলে প্রতিষ্ঠিত আমাদের এ ঐতিহ্য নিদর্শন দুটিকে সরকারিভাবে দেখভাল করার কথা ছিল। এগুলো দেখভালের দায়িত্ব জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন, পত্নতাত্ত্বিক অধিদপ্তরে অথবা গণপূর্ত অধিদপ্তরে ন্যস্ত হওয়ার কথা ছিল। এটা কোনোভাবে সরকারের বাইরে যাওয়ার কথা ছিল না। কিন্তু এ ঐতিহ্যকে সংরক্ষণের উপলব্ধি সকলের মধ্যে না থাকায় এগুলো দখল হয়ে গেছে।

মেয়র বলেন, আমাদের প্রাচীন ঐতিহ্য রক্ষার দিকে বিশেষ নজর দিচ্ছি। কিছুদিন পূর্বে আমরা রূপলাল হাউসকে একটি পর্যটন কেন্দ্রে রূপ দিয়েছি৷ তেমনভাবে আমরা বড় কাটারা ও ছোট কাটারাকেও পর্যটন কেন্দ্র হিসেবে রূপ দেব।

এতো বড় ঐতিহ্য দখল হওয়ার পেছনে পত্নতত্ত্ব বিভাগের কোনো দায় আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিভাগের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিত বলেন, এতে আমাদের কোন অবহেলা ছিল না। বড় কাটারা ও ছোট কাটারা আমাদের ঐতিহ্যের নিদর্শন সংরক্ষণের গ্যাজেটভুক্ত। আমরা বিভিন্ন সময় এটার রক্ষণাবেক্ষণ করেছি। কিন্তু রাতের আঁধারে এগুলো দখল হয়ে গেছে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ