ব্যালন ডি অরের লড়াইয়ে মেসি-নেইমার-রোনালদো
নিউজ ডেস্ক:
|
কোভিড মহামারীর ধাক্কায় এক বছরের বিরতি শেষে ফিরল ব্যালন ডি অর। এ বছরের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটির লড়াইয়ে প্রত্যাশিতভাবেই আছেন সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদের পাশাপাশি বর্তমানের অন্যতম সেরা বিবেচিত নেইমারের সঙ্গে আছেন ক্লাব ও জাতীয় দলের দুর্দান্ত মৌসুম কাটানো জর্জিনিয়ো এবং রবের্ত লেভানদোভস্কি।
২০২১ সালের এই পুরস্কারের জন্য ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। বাংলাদেশ সময় শুক্রবার রাত সোয়া ১০টায় শুরু হয় তালিকা ঘোষণা।
তালিকায় স্বাভাবিকভাবেই রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপেরা। তবে চমক হিসেবে মাত্র ১৮ বছর বয়সেই ব্যালন ডি অরের মনোনয়ন পেয়ে গেছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ মিডফিল্ডার পেদ্রি রদ্রিগেজ। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মনোনয়ন পেলেন তিনি।
এবারের ব্যালন ডি অরের দৌড়ে অন্যদের চেয়ে খানিক এগিয়েই রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকায় চার ও পাঁচ অ্যাসিস্টের মাধ্যমে নিজ দেশকে চ্যাম্পিয়ন করার সুবাদে অনেকটাই এগিয়ে গেছেন তিনি। এ ছাড়া ক্লাব ফুটবলেও জিতেছেন রেকর্ড অষ্টমবারের মতো পিচিচি ট্রফি।
মেসির পাশাপাশি দৌড়ে ভালোভাবেই রয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। জাতীয় দলের হয়ে সাফল্য না পেলেও ক্লাব ফুটবলে দারুণ ধারাবাহিক এই স্ট্রাইকার। গত মৌসুমে বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ২০২০ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতা এ ফুটবলার।
ব্যালন ডি অর মনোনয়নে সবচেয়ে বেশি পাঁচজন করে খেলোয়াড় রয়েছে ম্যানচেস্টার সিটি ও চেলসি থেকে। এ তালিকায় একমাত্র গোলরক্ষক হিসেবে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর ইতালিয়ান তরুণ জিয়ানলুইজি ডনারুম্মা। আগামী ২৯ নভেম্বর ঘোষণা করা হবে ব্যালন ডি জয়ীর নাম।
২০২১ ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |