শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশকে ফলোঅন করাল না দক্ষিণ আফ্রিকা
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১০ এপ্রিল ২০২২, ০৫:৫১ বিকাল | অনলাইন সংস্করণ

সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে দুই দলের কথার লড়াই হয়েছে স্লেজিং ইস্যুতে। তাই আজ বাগে পেয়ে মুমিনুল হকদের অপমান করার সুযোগ ছিল প্রোটিয়াদের সামনে। কিন্তু সেটা তারা করেননি। ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৫৪ রান করার প্রয়োজন ছিল।

কিন্তু ব্যাটিং ব্যর্থতায় টাইগাররা মাত্র ২১৭ রানেই প্যাকেট হয়ে যায়। সম্ভবত চতুর্থ আর পঞ্চম দিনে ব্যাটিংয়ের ঝুঁকি না নিতেই ফলোঅন করায়নি প্রোটিয়ারা।

 গতকাল ৫ উইকেটে ১৩৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ফলোঅন এড়াতে আজ তাদের আরও কমপক্ষে ১১৫ রানের প্রয়োজন ছিল। মুশফিক-রাব্বি-মিরাজদের ব্যাটিংয়ে সেটা অসম্ভব বলেও মনে হচ্ছিল না। ৮৭ বলে ৪৬ রান করা ইয়াসিরের বিদায়ে ৭০ রানের জুটি ভাঙার পর মুশফিকের সঙ্গী হন মিরাজ।

দুজনের ব্যাটে ফলোঅন এড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ফিফটি করার পরই মুশফিক (৫০) হার্মারের একটি ফুল লেন্থের বলে রিভার্স সুইপ করতে গিয়ে আত্মহনন করেন! এরপর তাইজুল (৫), মিরাজ (১১) আর এবাদত (০) দ্রুত আউট হয়ে গেলে ২১৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৩টি করে উইকেট নিয়েছেন সিমন হার্মার এবং ওয়াইন মুল্ডার। ২টি করে নিয়েছেন ডুয়ান অলিভার আর কেশব মহারাজ।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ