বরিশালের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরী
নিউজ ডেস্ক:
|
বরিশালের হিজলা উপজেলায় বিয়ের দাবিতে সাব্বির নামের এক তরুণের বাড়িতে অবস্থান করছে ১৫ বছরের এক কিশোরী। তার দাবি, সাব্বিরের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। দুদিন আগে বিয়ের কথা বলে তাকে ঢাকায় নিয়ে যান সাব্বির। এরপর মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে গ্রামে ফিরে এলে কিশোরীকে রেখে পালিয়ে যান ওই তরুণ। অভিযুক্ত মো. সাব্বির উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘোষেরচর গ্রামের কবির খানের ছেলে। তিনি উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন (পশ্চিম) ছাত্রলীগের সভাপতি আব্দুল মন্নানের ভাগ্নে। তারা একই বাড়িতে বাস করেন। অন্যদিকে ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। কিশোরী জানায়, ‘কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন সাব্বির। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ছয় মাস আগে প্রেমের সম্পর্ক গড়েন। পরে ছাত্রীকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান সাব্বির। বিয়ের কথা বললে এড়িয়ে যেতেন তিনি। দুদিন আগে বিয়ে করার কথা বলে গ্রামের একটি স্থানে তাকে ডেকে নেন সাব্বির। এরপর তাকে ঢাকায় এক স্বজনের বাসায় নিয়ে যান। আজ সকালে তারা ঢাকা থেকে এলাকায় ফিরে আসেন। এরপর তাকে একটি স্থানে দাঁড় করিয়ে রেখে পালিয়ে যান সাব্বির। বিভিন্ন জায়গায় খোঁজ করেও সাব্বিরকে না পেয়ে তার বাড়িতে অবস্থান নেয় কিশোরী।’ এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ফয়সাল বলেন, এলাকার লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, বিয়ের দাবিতে স্কুলপড়ুয়া এক ছাত্রী ওই বাড়িতে অবস্থান করছে। তবে মেয়ে বা ছেলের পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানানো হয়নি। তাই এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাচ্ছি না। এদিকে সকাল থেকে আত্মগোপনে মো. সাব্বির নামের ওই তরুণ। তার মোবাইল নম্বরও বন্ধ। তাই এ বিষয়ে সাব্বিরের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সাব্বিরের মামা গুয়াবাড়িয়া ইউনিয়ন (পশ্চিম) ছাত্রলীগের সভাপতি আব্দুল মন্নান বলেন, সাব্বির দুদিন আগে ঢাকায় গিয়েছিল। পরে জানতে পেরেছি এলাকার এক মেয়ে তার সঙ্গে ছিল। যেহেতু ছেলে-মেয়ে দুজনেরই বয়স কম, তাই স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবো। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। কেউ অভিযোগ করেনি। এখন জানলাম। খোঁজ নিয়ে বিষয়টি দেখা হচ্ছে।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |