শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

প্রযোজক সমিতিতে সভাপতি পদে দাঁড়াবেন ড্যানি সিডাক
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১০ এপ্রিল ২০২২, ০৪:১০ দুপুর | অনলাইন সংস্করণ

বাংলাদেশী চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা ড্যানি সিডাক আসছে আগামী ২২মে (২০২২-২০২৪) বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সভাপতি হিসেবে।

"প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাজবে" এ স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছেন ড্যানি সিডাক। ড্যানি সিডাক একাধারে জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক পরিচালক এবং একজন দক্ষ সংগঠক। তিনি বর্তমানে শরীয়তপুর সাংস্কৃতিক ফোরামের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সদস্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র লীগ এর সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি ছাত্রলীগের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ড্যানি সিডাক বলেন,  আসছে ২২ মে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক নির্বাচনে আমি যদি জয়ী হই ইনশাল্লাহ আবারো ঘুরে দাঁড়াবে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দর্শকের মাঝে ফিরে আসবে হারিয়ে যাওয়া বিনোদন আর সংস্কৃতি। ১৯৮৪ সাল থেকে পথ চলা এই মানুষটি এ পর্যন্ত ৫৬০ টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তার মধ্যে উল্লেখযোগ্য -সুপারম্যান, বনের রাজা টার্জেন,গরীবের রাজা রবিহুড,বঘা-বাঘিনী,সিংহ পুরুষ, অচেনা মানুষ, লড়াকো, মেশিন ম্যান, ভাই ভাবির সংসার ইত্যাদি। এ ছাড়া ও ড্যানি সিডাক বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা ও পরিচালনা করেছেন। ড্যানি সিডাক বলেন যতদিন বাঁচবো ততদিন আমার প্রানের চলচ্চিত্র ও দেশকে ভালো বেশে যাবো।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ