শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

তিন দিনের রিমান্ড দিলেন ইভ্যালির রাসেল-শামীমার
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৯ বিকাল | অনলাইন সংস্করণ
ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আতিকুল ইসলামের আদালত তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে, দুপুরে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. ওহিদুল ইসলাম। গুলশান থানা থেকে দুপুর ২টায় গ্রেপ্তারকৃত রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে সিএমএম কোর্টের হাজতখানায় আনা হয়। রাসেলের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ এবং মো. জেআর খান রবিন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু। রাজনীতি/জেকে
« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ