শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

জনসংহতি নেতাকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৪ বিকাল | অনলাইন সংস্করণ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্তু লারমার জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোর সোয়া পাঁচটার দিকে উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে করেঙ্গাতুলী এলাকার উত্তর বঙ্গলতলী ইউনিয়নে সুপ্পে চাকমার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুরেশ  কান্তি ওরফে দিনেশ চাকমা (৫৫)। জেএসএস (সন্তু লারমা) নেতা ত্রিদিপ চাকমা হত্যার বিষয়টি নিশ্চিত করে এই ঘটনার জন্য জেএসএস (এমএন লারমা) কে দায়ি করেছেন। এদিকে জেএসএস (এমএন লারমা) এর বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, বঙ্গতলীতে আমাদের কোন লোক নেই। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই পাহাড়কে অস্থিতিশীল করতে পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, সংবাদ পাওয়ার পরপরই রওনা হয় পুলিশ। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাহাড়ের নিচ থেকে বিকাল ৩টার সময় মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ভোরের আলো ফোটার আগেই গোলাগুলির ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রাজনীতি/জই
« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ