ক্ষতিগ্রস্তদের সুখবর দিলেন গাজীপুরের মেয়র
নিউজ ডেস্ক:
|
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেছেন, উন্নয়ন কাজ করতে গিয়ে নগরীর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা ক্ষতিপূরণ দিতে চাই। প্রথম পর্যায়ে ১ লাখ মানুষকে আমরা ক্ষতিপূরণ দেব এবং পাঁচ বছরের জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ট্যাক্স মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন মেয়র। তিনি আরও বলেন, অপপ্রচারে কিছু যায় আসে না। মিথ্যা মিথ্যাই থাকবে, সত্যের জয় হবে। আমাদের অভিভাবক আছেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব। প্রধানমন্ত্রী গ্রামকে শহরে উন্নীত করার নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের শহরকে পরিকল্পিতভাবে গড়তে চাই। এ সময় মহানগর আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রশীদ, আকরাম হোসেন, কাউন্সিলর রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মো. জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |