শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:২২ বিকাল | অনলাইন সংস্করণ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা

ছবি । সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় জাফর আলম (৩৫) নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ সেপ্টেম্বর) ভোরে ১৮ নম্বর ক্যাম্পের এইচ/৫১ ব্লকে এ ঘটনা ঘটে। এসময় আরও কয়েকজনের ওপর হামলা চালায় তারা। জাফর আলম ওই ক্যাম্পের মৃত বদিউর রহমানের ছেলে।

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমেদ জানান, রাত ৩টার দিকে ক্যাম্পের নিরাপত্তায় কাজ করা রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা কয়েক দুর্বৃত্তকে দেখে পরিচয় জানতে চান। এ সময় হঠাৎ তারা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান জাফর আলম। আহত হন আরও দুইজন। এদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও গুলির ঘটনায় হালিম নামের আরেক রোহিঙ্গা আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আধিপত্য বিস্তার বা পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ