শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

ইরানি ছবিতে শুটিং করছেন জয়া
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৪ এপ্রিল ২০২২, ০৭:২২ বিকাল | অনলাইন সংস্করণ

ঢাকায় শুটিং শুরু করেছেন ইরানের নির্মাতা মুর্তজা আতাশ জমজম ‘সিএনজি’ শিরোনামের ছবির। শুটিংয়ের বিষয়টি গোপন রেখে এতে অংশ নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এর আগে ইরানের চলচ্চিত্র নির্মাতা মুর্তজা অতাশ জমজম রাজধানী ঢাকায় ‘সিএনজি’ শিরোনামের শুটিংয়ের জন্য ওয়ার্ক পারমিট চেয়ে আবেদন করেন। মার্চের শুরুতে নির্মাতাসহ মোট পাঁচজনকে ওয়ার্ক পারমিট দেয় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

একটি সূত্রে জানা গেছে, শুটিংয়ে অংশ নিয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। ‘সিএনজি’ শিরোনামে সিনেমাটির অনুমতি নেওয়া হলেও সূত্রটি বলছে, এ সিনেমার নাম ‘ফেরেশতে’; নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও করেছেন নির্মাতা।

জানা গেছে, ইতোমধ্যে রাজধানীর  নিউমার্কেট, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা আবাসিক এলাকায় এর শুটিং হয়েছে। আরও ২০ দিন এর শুটিং চলবে। সিনেমা প্রসঙ্গে এখনই মন্তব্য করতে রাজি নয় সিনেমা সংশ্লিষ্টরা। তাই সিনেমা প্রসঙ্গে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম বাংলাদেশের চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমা নির্মাণ করেছেন, যেটি চলতি বছরের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ