আফ্রিদির ১০ নম্বর জার্সি পরবেন শাহীন শাহ আফ্রিদি
নিউজ ডেস্ক:
|
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করেছে পাকিস্তান। সেখানে ১০ নম্বর জার্সিটি দেওয়া হয়েছে তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদিকে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় জার্সি পাওয়ার কথা প্রথম জানান শাহীন আফ্রিদি। পরে, রিটুইট করে শহীদ আফ্রিদি জানান, যোগ্য উত্তরসূরিকেই জার্সিটি দেওয়া হয়েছে।
শাহীন আফ্রিদি তার টুইটারে লেখেন, 'আমি বিনীত ও সম্মানিত যে, এখন থেকে শহীদ আফ্রিদির পর ১০ নম্বর জার্সিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করব।' এরপর শহীদ আফ্রিদি রিটুইট করে লিখেন, 'আমি অনেক সম্মান ও গর্ব নিয়ে এই জার্সি পরতাম। আমি আনন্দিত যে, ১০ নম্বর জার্সি এখন থেকে শাহীন পরবে। শাহীন যোগ্য উত্তরসূরি! শাহীন আমি তোমাকে অনেক শুভকামনা জানাই, ওপরে উঠতে থাক এবং সর্বোচ্চ গর্ব নিয়ে পাকিস্তানের জার্সি পর।'
পাকিস্তানের উদীয়মান তারকা শাহীন শাহ আফ্রিদি। ২০১৮ সালে অভিষেকের পর থেকে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন এই পেসার। ৭৭ আন্তর্জাতিক ম্যাচে ২৫.৪৭ গড়ে ১৬১ উইকেট শিকার করেছেন তিনি।
রাজনীতি/জেকে
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |