শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জঃ শাজাহান খান
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২, ০২:১৬ রাত | অনলাইন সংস্করণ
আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জঃ শাজাহান খান

ছবি । সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগের জন্য একটি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

শাজাহান খান বলেন, আগামী নির্বাচনটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বিএনপি যত কিছুই বলুক, জনগণ তাদের কথা বিশ্বাস করবে না। বাংলার জনগণের মধ্যে বিএনপির জন্য দরদ নেই। কারণ তারা বিএনপিকে দেখেছে। এখন যে হত্যা-গুমের কথা বিএনপি বলছে, তাদের অত্যাচারের ইতিহাস আমার সামনে আছে। আমি বলতে পারি, কোথায় কীভাবে তারা হত্যা করেছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কর্নেল ফারুক। একটি দেশের উপ-প্রধান সেনাপতি যদি রাষ্ট্রপতিকে হত্যার হুকুম দিতে পারেন তাহলে বিএনপি কীভাবে অস্বীকার করবে যে, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত নন। কমিশন করে বের করতে হবে কারা বঙ্গবন্ধুকে হত্যার জন্য মদত জুগিয়েছেন। কর্নেল ফারুক ও কর্নেল রশিদ তাদের স্টেটমেন্টে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, জিয়াউর রহমান এ হত্যাকাণ্ডের মদত দিয়েছেন।

জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটোয়ারী, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য আবদুজ্জাহের সাজুসহ জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডাররা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে জেলা ছাত্রলীগের নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাজাহান খান।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

 
« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ